নিঃ সঃ, উত্তর ২৪ পরগনা : – উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বেড়গুম২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকায় ভোররাতে অগ্রদূত সংঘের পুজো মন্ডপে ভাঙচুর চালায় আগুন ধরিয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে এলাকার লোকজন দেখে ক্ষোভে ফেটে পড়ে এলাকার গ্রামবাসীরা। হাবড়া গোবরডাঙ্গা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি ব্যাপক উত্তেজনা থাকে এলাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এসডিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও রেপ আসে। উল্টে পড়ে রয়েছে প্রতিমা গ্রামবাসীরা চাইছে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে এমন দাবি তোলে গ্রামবাসীরা। প্রশাসন চাইছে নতুন করে আবার পূজো করা হক। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা । বিশাল পুলিশ বাহিনী রয়েছে রাস্তায়।অষ্টমী এই অবস্থায় অষ্টমে নবমী দশমী পুজো বেলতলায় হবে তেমনি জানালেন এই পুজো মন্ডপের পুরোহিত সুধাংশু চক্রবর্তী।
