উত্তর ২৪পরগনার. গাইঘাটা.আরূপ অধিকারী:- রবিবার ভোর বেলায় গুলিবিদ্ধ হয় উত্তর ২৪পরগনার গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর কেষ্ট নগর এলাকার বাসিন্দা।
স্ত্রীকে ঠাকুরনগর স্টেশনে ছেড়ে বাড়ি ফিরছিলেন আশুতোষ বিশ্বাস। সেই সময় আশুতোষ কে লক্ষ্য করে গুলি করে তপন বালা। গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর বড়া এলাকায় গুলিবিদ্ধ হয় বিজেপি কর্মী। জানা গিয়েছে বছর ৬০ আশুতোষ বিশ্বাসকে গুলি করেন বিজেপি কর্মী তপন বালা। দুজনেই ফুল ব্যবসায়ী হওয়ায়, পরস্পরের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে অশান্তি ছিল।

রামনবমীর সকালে স্ত্রীকে স্টেশনে ছেড়ে ফেরার পথেই গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত বিজেপি কর্মী তপন বালাকে তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। তবে ব্যবসায়িক কারণেই নাকি রাজনৈতিক কারনে নাকি প্রতিহিংসা থেকেই এই গুলি তা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনা স্থালে পুলিশ আসে। ঘটনা স্থালে যেখানে গুলি চলেছে সেখানের মাটি সংগ্রহ করে পুলিশ। মাটি ফরেন্সিক রিপোর্টে পাঠানোর জন্য পুলিশ মাটি সংগ্রহ করে নিয়ে যায়। গুলিবিদ্ধ আশুতোষ বিশ্বাস কলকাতা আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।