কাজল মিত্র: – গতকাল রাজ্য জুড়ে সাড়ম্বের শহীত পালন করা হয়েছিল রাম নবমী পুজো। সাথে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন জায়গায় রাম নবমীর উপলক্ষে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। আজ রাম নবমীর দ্বিতীয় দিনেও রাম নবমীর উপলক্ষে দেখা মিললো বিশাল শোভা যাত্রা আজ বিকাল ৪:৩০টায় রামনবমী উপলক্ষে বরাকর স্টেশন থেকে কুলটির শ্রীপুর মোড় পর্যন্ত রাম নামবীর বিশাল শোভা যাত্রা করা হলো। আজকের শোভা যাত্রায় উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিশ্ব হিন্দু পরিষদের কুলটির সভাপতি রাম সিং সহ অনেকে। শোভা যাত্রায় দেখা মিললো বেশ সংখ্যায় মহিলা ও পুরুষ অংশ নিতে। তবে পুলিশের বিশেষ কড়া নিরাপত্তাও ছিল এই শোভা যাত্রায়।
