কাজল মিত্র :-সোমবার বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের অনুষ্ঠিত হলো পানীয় জলের সংকট নিয়ে এক গুরুত্বপুর্ন বৈঠক ।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র ও বারাবনি বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়, বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী দিব্যেন্দু মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অসিত সিংহ, ভূমি দপ্তরের আধিকারিক শ্রী গোলক সাহা,সহ বিভিন্ন বিভাগের কর্মাধ্যক্ষবৃন্দ এবং আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা।এদিনের বৈঠকের মূল বিষয় ছিল পানীয় জলের বর্তমান অবস্থা পর্যালোচনা ,সমস্যা চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক সমাধানের পথ খোঁজা ও ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ। বৈঠকে উপস্থিত বিধায়ক বিধান উপাধ্যায় আধিকারিকদের স্পষ্ট ভাবে জানিয়ে দেন পানীয় জলের মতো মৌলিক পরিষেবায় কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, যেসব এলাকায় পানীয় জলের চাহিদা বেশি,সেখানে প্রাথমিকভাবে অস্থায়ী ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করতে হবে এবং একাধিক নতুন জলের প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। গ্রামবাসীদের অভিযোগগুলো গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।