অশোকনগরে চললো গুলি, বোম, এলাকায় আতঙ্ক

অশোকনগর, আরুপ অধিকারী : – বাড়ি লক্ষ্য করে ছোরা হলো বোমা- গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক – তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল সেই আগ্নেয়াস্ত্র।এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র যেন অশোকনগরে। এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার দীঘরা মালিকবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দীঘারা উত্তরপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় আনোয়ার মন্ডল নামে পাশের তালসা এলাকার জামাই মদ্যপ অবস্থায় দীঘরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটুক্তি শুরু করে। এরপরে এই মদ্যপ আনোয়ার মন্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয়। কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসেনের বাড়ির সামনে পর পর বোমাবাজি করে। এলাকার লোকজন বেড়িয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। তখন সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর মন্ডল নামে এক যুবক।তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার ভার প্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিলেন সি আই হাবরা অনুপম চক্রবর্তী।রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা।শেষমেষ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এখনও গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *