অরুপ অধিকারী : – রামনবমী উপলক্ষে বেড়গুম নতুনহাট থেকে নকপুর মোড় পর্যন্ত গাইঘাটা মন্ডল তিন বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করে। উপস্থিত ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর, গাইঘাটা তিন মন্ডল সভাপতি শৈলেন সরকার, বিজেপি নেতা কাজল সেন। এই দিন বিকালে বেড়গুম নতুনহাট থেকে বর্ণ্নাঢ্য শোভাযাত্রা বের হয়। সামনে ছিল রামের মূর্তি তারপরে ছিল মহিলা ঢাকি তারপর ছিল মহিলা বিজেপি কর্মী পায়ে পায়ে এগিয়ে চলে শোভাযাত্রা। নকুল মড়ে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
