কাজল মিত্র :-বিজেপি কর্মীকে মারধর করে আবার বিজেপির কর্মীকেই গ্রেফতার করার প্রতিবাদে ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দের বিরুদ্ধে সালানপুর থানায় বিক্ষোভ দেখলেন সালানপুর মন্ডল বিজেপি কর্মী সমর্থকেরা।বিজেপি কর্মী শিলা কুমারী অভিযোগ যেগত ৬ তারিখ তৃণমূল আশ্রিত কয়েক জন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় এবং তার স্বামি উমেশ নুনিয়াকে মারধর করে। এই ঘটনার খবর সালানপুর থানায় লিখিত অভিযোগ জানানো হলে পুলিশ তারই স্বামীকে গ্রেফতার করে।পরে তাকে মারধর করা হয়।যারফলে তার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।তবে কি কারনে তার স্বামীকে মারধর করে তারা সেটা জানেন না ।

একই সাথে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধর করা ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন।তবে সালানপুর মন্ডল বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে সালানপুর থানা ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন।পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তখনকার মতো বিক্ষোভ তুলে নেওয়া হয়।এদিন বিজেপি নেতা চিন্ময় তেওয়ারি জানান ৬ এপ্রিল সালানপুর মন্ডল যুব মোর্চার সহ-সভাপতি এর ভাই এর বিরুদ্ধে ফলস এলোগেশন দিয়ে বিনা অভিযোগ দায়ের করে থানায় তুলে নিয়ে আসে এবং তাকে বেধড়ক মারে যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় তারই প্রতিবাদে আজ থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন এই অভিযোগ ভিত্তি হীন।তিনি আরো বলেন উমেশ নুনিয়া মানসিক ভাবে রোগী তার চিকিৎসার দরকার।