নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর : – গত ১০ ই এপ্রিল সকালে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর কেয়ার এর ব্যবস্থাপনায় দুর্গাপুরের সিটি সেন্টার এ চতুরঙ্গ মাঠ সংলগ্ন এক হলে বিনামূল্যে ব্লাড সুগার,দাঁত, পেসার,ওজন পরীক্ষা করা হয়। ক্লাবের সভাপতি লায়ন পীযূষ মজুমদার জানান ৭২ জন এই সুবিধা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ডাঃ পল্লব আচার্য,ডাঃ রাজদীপ মন্ডল ,লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল এর সভাপতি লায়ন প্রশান্ত দাশ, সমাজসেবী আরতি মাইতি, অরবিন্দ মুখার্জি,কোটাক মাহিন্দ্র ব্যাঙ্কের সোনালী শিকদার,অজিত সরকার,পরামানন্দ চ্যাটার্জি , সাংবাদিক রণো ঘোষ, হীরেন মুখার্জির,কৌশিক চট্টরাজ প্রমুখ। সহযোগিতায় ছিলেন ক্লাবের সম্পাদক সত্যব্রত পাল ও লায়ন্স ক্লাব অফ স্টিল সিটির সদস্যরা।
লায়ন্স ক্লাবের স্বাস্থ্যশিবির
