দুর্গাপুর : – বেনিময় ও দুর্ণীতির অভিযোগ তুলে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরী চলে গেছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। এনিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরীহারাদের সঙ্গে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে,একই সঙ্গে তিনি একসঙ্গে এতো মানুষের চাকরী চলে যাওয়ার জন্য বিরোধীদের রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন। এবার দেখা গেল চাকরীহারাদের পাশে থাকার বার্তা দিয়ে পথে নেমে মিছিল করল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। মিছিলের ব্যানারে তারা অভিযোগ করেছে, সিপিএম ও বিজেপির চক্রান্তের জন্যই ২৬ হাজার শিক্ষকশিক্ষিকার চাকরী চলে গেছে। মিছিলে নেতৃত্ব দেওয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নরেন চক্রবর্তী তীব্র অভিযোগ করে বলেছেন,বিজেপি ও সিপিএমের যৌথ চক্রান্তের কারনেই এতোগুলি মানুষের চাকরী চলে গেছে। তিনি বলেছেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়ন চলছে তা সহ্য করতে না পেরে বিরোধীরা এই রাজ্যে অশান্তির জন্য নানা চক্রান্ত করে চলেছে। তবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আগামী দিনেও থাকবে।বিরোধীদের এই সব চক্রান্তের আমরা তীব্র ধিক্কার জানাই।তিনি বলেন,আমরা চাই সবাই চাকরী ফিরে পাক।তাদের মুখে হাসি ফুটুক। শুক্রবার জেলা তৃণমূল যুব ও ছাত্র পরিষদের ডাকা এই মিছিল সিটি সেন্টারে সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম থেকে বের হয়ে এডিডিএ ভবন পর্যন্ত পরিক্রমা করে। পরে সেখানে এক সভায় এই ঘটনার তীব্র নিন্দা করেন দলের অন্যান্য নেতারা।
ধিক্কার মিছিল তৃণমূলের
