যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে প্রতিবাদ সভা

অন্ডাল : সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে রাজ্যের ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল । যার ফলে চাকরি গেছে প্রায় ২৭ হাজার শিক্ষকের । এই ঘটনায় শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে । বিরোধীরা কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার ও তৃনমূল নেতৃত্বকে । যদিও সরকার ও শাসক দল বিরোধীদের অভিযোগ মানতে রাজি নই । বিরোধীদের চক্রান্তেই শিক্ষকরা চাকরি হারিয়েছে বলে পাল্টা সড়ক হয়েছে শাসক দল । চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছে যোগ্য শিক্ষকরা । তাদের সমর্থনে এগিয়ে এসেছে বিরোধী দলগুলো । যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে প্রতিবাদ সভা করে সিপিআইএমএল লিবারেশন দল । শনিবার সন্ধ্যাবেলায় সভাটি হয় অন্ডাল থানার উখড়া গ্রামের পুরাতন হাটতলায় । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যরা । সভা শেষে সোমনাথ বাবু বলেন যারা নিজেদের যোগ্যতাই শিক্ষকতার চাকরি পেয়েছিল তাদের চাকরি ফেরাতে হবে । যোগ্য শিক্ষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতেই এই দিনের প্রতিবাদ সভা বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *