মছলন্দপুর.অরূপ অধিকারী : – দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় তৃণমূল। দিকে দিকে চলছে তৃণমূলের ধিক্কার মিছিল বাদ যায়নি উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা । এই ধিক্কার মিছিলে মছলন্দপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মেলালেন তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনার জনস্বাস্থ্য কর্মদক্ষ অজিত সাহা।

মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভউগড়ে দিয়েছেন হাবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা উত্তর ২৪পরগনার জনস্বাস্থ্য কর্মদক্ষ অজিত সাহা।কেন্দ্রীয় সরকার ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি করেছে এতে সাধারণ মানুষের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। অবিলম্বে সমস্ত জিনিসের দাম কমাতে হবে শুধু তাই নয় এই মিছিল থেকেই রামনবমী শোভাযাত্রায় অস্ত্র ও ডিজে নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন রামনবমীর মিছিল তৃণমূল কংগ্রেস করেছে কই সেখানে তো অস্ত্র ছিল না ছিলনা ডিজে তা বলে কি রাম নবমীর মিছিল হয়নি।