বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে হাবড়ায় করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা

হাবড়া.অরূপ অধিকারী:-বাংলার ১৪৩২ শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পথে নামলেন হাবড়া বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা। হাবড়া এক নম্বর রেলগেট থেকে যশোর রোড ধরে নগরউখড়া মোড় পর্যন্ত এই শোভাযাত্রা করা হয়। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া পৌরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুরসভার কাউন্সিলররা। শোভাযাত্রার শুরুতে মহিলা ও পুরুষ ঢাকীদের ঢাকের বাদ্যযন্ত্র ছিল চোখে পড়ার মত। এরপর গানের তালে তালে হাঁটছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ বর্তমান ও প্রাক্তন কাউন্সিলররা। তারপরেই শাড়ি পরিহিত মহিলারা রয়েছে যাদের হাতে রয়েছে কুলো সাজানো।

আর তার মধ্যে এক একটি কুলোতে এক একটি বাংলা অক্ষর দিয়ে লেখা ‘শুভ নববর্ষ ১৪৩২’। ঠিক তার পেছনে শোভাযাত্রায় রয়েছে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের ‘শুভ নববর্ষ’ লেখা একটি ব্যানার আর পেছনে রয়েছে মহিলারা একদম শেষে দলীয় পতাকা হাতে নিয়ে শুভ নববর্ষের। এর পাশাপাশি বাংলা ক্যালেন্ডার ও ট্রেন টাইম টেবিল ক্যালেন্ডার এর মাধ্যমে তুলে ধরেছে, হাওড়া বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।শুভেচ্ছা জানাতে পথে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকেরা ।মঙ্গলবার এই ছবি ধরা পরল হাবড়ায় বিধানসভা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *